বার্সেলোনার হয়ে গত ম্যাচে মূল একাদশে ছিলেন না মেসি। মেসিকে মূল ১১ জনের মধ্যে না দেখে আলোচনা শুরু হয়ে গিয়েছিল সব জায়গায়। পরে আনসু ফাতির জায়গায় দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই গোল করে ম্যাচ জিতিয়েছেন। কোচ রোনাল্ড কোমান পরে জানিয়েছেন, দুই গোল করলেও শতভাগ ফিট নেই মেসি। যে কারণে তাঁকে বেঞ্চে রেখেই বার্সাকে মাঠে নামিয়ে দিয়েছিলেন কোমান। মেসি যে আসলেই গোড়ালির হালকা এক চোটের সঙ্গে লড়াই করছেন, সেটা নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও। তারা বলেছে, মেসি এর মধ্যেই দুবার আলাদা অনুশীলন করেছেন, সতীর্থদের সঙ্গে নয়। শুধু চোট সমস্যা যাঁদের থাকে, তাঁরাই মূলত আলাদা অনুশীলন করে থাকেন। যদিও আর্জেন্টিনা আশাবাদী, প্যারাগুয়ে ম্যাচের শুরু থেকেই দলের অধিনায়ককে পাওয়া যাবে।
শুধু মেসিই নন, চোটের সমস্যায় আছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ, আয়াক্সের লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, উদিনেসের মিডফিল্ডার রবের্তো পেরেইরা ও বেনফিকার নিকোলাস ওতামেন্দি। মেসির মতো ওতামেন্দি ও পেরেইরাও আলাদা অনুশীলন করেছেন, দলের সঙ্গে নয়। লাওতারোর সমস্যাটা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে। প্যারাগুয়ের বিপক্ষে যে এই স্ট্রাইকারকে দেখা যাবে না, তা মোটামুটি নিশ্চিত। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চাইবেন পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচটায় যেন ইন্টারের এই তারকাকে পাওয়া যায়।
ওদিকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে ফিওরেন্তিনার সেন্টারব্যাক লুকাস মার্তিনেস কার্তা খেলবেন না, এমনটা শোনা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠেছেন, দলের সঙ্গে আছেন।